ভারী বর্ষনে রাজধানীসহ সারা দেশ অচল, জনজীবন বিপর্যস্ত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারী বর্ষন অব্যহত থাকায় রাজধানী ঢাকাসহ সারাদেশে জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। রাজধানীতে গতকাল থেকে ভারী বর্ষন অব্যহত রয়েছে। আজ সকাল থেকে রাজধানীতে আবার প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ফলে বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানি জমে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। রাজধানীর অনেক জায়গা ঘুরে দেখা যায় রাস্তায় হাটু সমান পানি। অনেকস্থানে রাস্তায় খানা-খন্দক থাকায় সেখানকার অবস্থা অত্যান্ত খারাপ হয়ে পড়েছে। এমতাবস্থায় ঢাকার অনেকস্থানে অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে।

রাজধানীর প্রান্তিক এলাকায় পানি বেড়েই চলেছে। অপরদিকে ভারতের আসাম ও মেঘালয়ে বন্যায় ইতিমধ্যই শতাধিক লোকের প্রানহানি হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ পানিবন্ধী অবস্থায় আছে। আসাম ও মেঘালয়ের বন্যার পানি সিলেট বিভাগের ওপরদিয়ে প্রবাহিত হয়ে হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া, নরসিংদী ও নারায়নগঞ্জ জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *