তালিবানকে অস্ত্র দিচ্ছে রাশিয়া-অভিযোগ যুক্তরাষ্ট্রের
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আফগানিস্তানের তালেবানকে অস্ত্র দিয়ে সহায়তা করছে রাশিয়া-এ অভিযো করছে যুক্তরাষ্ট্র। আর তালেবানরাও তা স্বীকার করে নিয়েছে। এসব অস্ত্রের মধ্য রয়েছে, ‘স্নাইপার’ এবং ভারী মেশিনগানের মতো মারাত্মক অস্ত্র। এর আগে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র একসাথে অভিযোগ করেছিল রাশিয়া তালেবানদের অস্ত্র ও অর্থ দিচ্ছে বলে। আর এখন তালেবানরা তা স্বীকার করে নেওয়ায় এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সাম্প্রতিককালে একটি আন্তর্জাতিক সংস্থা দুটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায় তালেবানদের হাতে রাশিয়ান অস্ত্র রয়েছে।
দু’টি ভিডিওর একটিতে দেখা যায় জঙ্গিরা বলছে, আমরা অন্য একটি জঙ্গি দলকে হারিয়ে এই অস্ত্র লুঠ করেছি। অন্য ভিডিওতে জঙ্গিদের বক্তব্য হল, আমরা এইসব অস্ত্র তাজাকিস্তানের সীমান্ত থেকে বিনামূল্যে পেয়েছি। এগুলো রুশরা দিয়েছে। তবে রাশিয়া বলছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র টিকতে না পেরে এসব বলছে।