এএসপি মিজানের দুই সন্দেহভাজন হত্যাকারী বন্দুকযুদ্ধে নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর রূপনগরে বেড়ীবাঁধে বন্দুকযুদ্ধে জাকির ও ফারুক নামে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। রূপনগর থানার ওসি সৈয়দ শহিদ আলম জানিয়েছেন, নিহতরা গত ২১শে জুন বেড়িবাঁধ এলাকায় হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদার হত্যাকাণ্ডের আসামি।
জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে বেড়িবাঁধ এলাকায় বিরুলিয়া ব্রিজের কাছে একদল ছিনতাইকারীরা টহল পুলিশের একটি টিমের ওপর হামলা চালালে পুলিশ আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পরে খবর নিয়ে জানা যায়, নিহতরা এএসপি মিজান হত্যার আসামী। উল্লেখ্য এএসপি মিজানও একই এলাকায় নিহত হয়েছিলেন।