মওদুদের বিরুদ্ধে দুদকের করা মামলার আদালত পরিবর্তনের নির্দেশ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মওদুদ আহমেদের বিরুদ্ধে দুদকের করা মামলার আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এ মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা মওদুদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন নতুন আদালতে এই মামলা চলতে আর কোন বাধা নাই।

আজ এই আদেশ প্রদান করেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। মওদুদ আহমেদ নিজেই তার পক্ষে শুনানী করেন। অপরদিকে দুদকের পক্ষে শুনানী করেন এডভোকেট খুরশীদ আলম খান। মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতেও বলে দিয়েছে আদালত। উল্লেখ্য ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় জ্ঞাত আয় বর্হিভূতভাবে ৭৩৮৪৮২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪৪০৩৭৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে দুদক মামলাটি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *