কাবুলে আত্নঘাতী গাড়ী বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্নঘাতী গাড়ী বোমা হামলায় কমপক্ষে ৩৫ নিহত ও ৪০ জন আহত হয়েছে। আজ সোমবার কাবুলের পশ্চিমে সিয়া অধুর্ষিত এলাকায় এই হামলাটি হয় একটি বাসকে লক্ষ করে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
এই হামলাটি হয় আফগানিস্তানের ডেপুর্টি গভর্নরের বাড়ীর কাছে। নিরাপত্তা বাহিনী এলাকাটিকে ঘিরে রেখেছে। এখন পর্যন্ত কো গোষ্টী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার উদ্দেশ্যও স্পষ্ট নয় বলে আফগান সরকারি সূত্রে জানা যায়।