সিদ্দিকুরের জন্য তিতুমীর কলেজ ছাত্রদের মানব বন্ধন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সিদ্দিকুরের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহনের দাবীতে তিতুমীর কলেজের ছাত্ররা আজ সকালে মহাখালীর আমতলীতে মানব বন্ধন করে। প্রথমে তারা মহাখালী ফ্লাইওভারের নীচে মানব বন্ধন করতে চাইলে পুলিশ তাদেরকে সড়িয়ে দেয়। পরে ছাত্ররা আমতলীতে জলখাবারের উল্টো পাশে মানব বন্ধন করে। মানব বন্ধনে সিদ্দিকুরের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহনের দাবীতে তারা নানা ধরনের প্লেকার্ড বহন করে।

উল্লেখ্য, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এসময় ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এ সময় একটি টিয়ার সেল সরাসরি সিদ্দিকুর রহমানের চোখে লাগলে তিনি মারাত্নকভাবে আহত হন। বর্তমানে তিনি সরকারি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এদিকে সিদ্দিকুরের বাম চোখের অবস্থা কিছুটা ভাল বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন। তবে তার ডান চোখে আলো ফিরে না পাওয়ার সম্ভাবনাই বেশী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *