এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ৬৮.৯১

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিকট এই ফলাফল প্রদান করেন। এবার গড় পাশের হার ৬৮.৯১।

ফলাফলে দেখা যায়, কারিগরিতে পাসের হার ৮১.৩৩ %, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬.৮৪ % এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭.০২ %। সর্বমোট জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ৩৭৭২৬ জন। এর মধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৩২৪১ জন। অপরদিকে মাদ্রাসা বোর্ডে ১৮১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর কারিগরিতে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ২৬৬৯ জন। শিক্ষা বোর্ডগুলির ওয়েবসাইট ও যে কোন মোবাইলের এসএমএসের মাধ্যমে দুপুর ১টার পর ফলাফল জানা যাবার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *