মেহেরপুরের গাংনীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা বাড়ি থেকে দুই শিশুসহ দুই নারী আটক

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মেহেরপুরের গাংনীতে আজ শনিবার জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা একটি বাড়ি থেকে দুই শিশুসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ মাইকিং করে আত্নসমর্পনের আহবান জানালে দুই শিশু কোলে করে দুই নারী বেরিয়ে আসলে তাদের গ্রেফতার করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেপতারকৃত মহিলাদ্বয় হলো-গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের আব্বাস আলীর স্ত্রী রজনী খাতুন (৩০) ও তার মা পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুরের বরকত আলীর স্ত্রী মরিয়ম খাতুন (৪৫)।
এর আগে বাড়ীর মালিকের ছেলে হাসিবুল ইসলামকে গ্রেপতার করে পুলিশ। পরে দুপুর ১২টার সময় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বাড়ীটিতে ব্যপক তল্লাসী চালিয়ে অভিযানের সমাপ্তি ঘোষনা করা হয়। স্থানীয় সুত্র থেকে জানা যায়, বাড়ীর মালিক ১৪ বছর যাবৎ সৌদি আরবে থাকেন। দুই বছর আগে তার স্ত্রী মারা গেছেন। তার অবর্তমানে তার ছেলে হাসিবুল বাড়ীটি দেখাশুনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *