উত্তপ্ত হয়ে উঠেছে জেরুজালেম

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মুসলিম ও ইহুদী উভয় ধর্মের মানুষের জন্য প্রবিত্র জেরুজালেম আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গত শুক্রবারে জেরুজালেমে হামলায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হওয়ার জেরে গত কাল শুক্রবার জেরুজালেমের মসজিতে আল আকসায় প্রবেশে মুসলিমদের প্রবেশে বিধিনিষেধ আরোপের কারনে আবারও সংঘর্ষ বাধে।
যে সমস্ত ফিলিস্তিনি পুরুষের বয়স পঞ্চাশের কম তাদেরকে মসজিতে আল আকসায় প্রবেশে বাধা দেয় ইসরাইলী নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে ফিলিস্তিনী নারীদের প্রবেশে কোন বাধা ছিল না। প্রতিবাদে ফিলিস্তিনী মুসলমানরা ডিল-পাটকেল ছুড়লে ইসরাইলী সৈন্যরা কাদানে গ্যাস ছুড়ে তার জবাব দেয়। গতকালের সংঘর্ষে ৩ ফিলিস্তিনি নিহত হয় ইসরায়িলী পুলিশের গুলিতে। আজ এক ফিলিস্তিনি রামাল্লায় ইসরায়িলী বসতিতে ঢোকে ৩ জন বেসামরিক ইসরায়িলীকে ছুড়িকাঘাতে হত্যা করে। ফলে সেখানকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।