আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় ১৬ আফগান পুলিশ নিহত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মার্কিন বিমান হামলায় আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ১৬ জন আফগান পুলিশ নিহত ও ২ জন আহত হয়েছে। শুক্রবার আফগান পুলিশ যখন তালেবান অধুর্ষিত একটি গ্রামে অভিযান চালায় ঠিক সে সময়ে মার্কিন বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
হেলমান্দ পুলিশের মুখপাত্র সালমান জানান, ওই বিমান হামলায় দুই কমান্ডারসহ ১৬ আফগান পুলিশ নিহত ও আরো দুইজন আহত হন। ভুলক্রমে আফগান পুলিশের ওপর এ হামলা হয়। উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার মার্কিন বাহিনীর ভুল হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর বেশ অনেক সদস্য হতাহত হয়।