আগামীকাল এইচ এস সি ও সমমানের ফল প্রকাশ হবে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আগামীকাল রবিবার চলতি বছরের এইচ এস সি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কাল সকালে আনুষ্ঠনিকভাবে প্রথমে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ঠরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি প্রদান করবেন এবং পরে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের বিভিন্নদিক তুলে ধরবেন। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। এ বছর এইচ এস সি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে ২৫ মে শেষ হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। ছাত্রছাত্রী, অভিবাবক ও শিক্ষকরা অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছে।