ভারতীয় সেনাচৌকি উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করলো পাকিস্তান
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সীমান্ত পার হয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনাবাহিনীর একটি চৌকি উড়িয়ে দেয়ার দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানী সেনাবাহিনী। পাকিস্তানী সেনারা দাবী করছে, ভারতীয় সেনারা যুদ্ধ বিরতি লঙ্গন করে হামলা চালানোর কারনে বাধ্য হয়ে তারা এ হামলা চালিয়েছে।
সাম্প্রতিক কালে ভারত-পাকিস্তান সীমান্তে সীমান্ত লঙ্গন করে উভয় দেশই একাধিক হামলা চালিয়ে সীমান্তকে উত্তপ্ত করে তুলেছে। আবার উভয় দেশই যুদ্ধ বিরতি লঙ্গনের অভিযোগে এনে হাইকমিশনারকে তলব করে। এবার পাক সেনারা সীমান্ত পার হয়ে বিস্ফোরণ ঘটিয়ে ভারতীয় সেনাচৌকি উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ্ করলো।