অধিকার সম্পাদক আদিলুর রহমান মালয়েশিয়ায় গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক হয়েছেন বলে জানা গেছে। নাসির উদ্দিন এলান নামে অধিকার এর একজন পরিচালক বিবিসিকে জানিয়েছেন, মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমান খানকে আটক করে।

মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে আদিলুর রহমান খান মালয়েশিয়া গিয়েছিলেন। ২২শে জুলাই তার ঢাকায় ফেরার কথা ছিলো। ওই পরিচালক বলেন, ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। উল্লেখ্য হেফাজতের তান্ডবের সময়ে আইন শৃংঙ্খলা বাহিনীর হাতে হেফাজত কর্মী নিহতের অসত্য তথ্য প্রদান করায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *