হাইমচর উপজেলা চেয়ারম্যানকে আত্নসমর্পনের নির্দেশ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চাঁদপুরের হাইমচরে ছাত্রছাত্রীদের দিয়ে মানবসেতু তৈরী করে তার ওপর দিয়ে হেটে গিয়েছিলেন একজন জনপ্রতিনিধি। তিনি হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটুয়ারী। গত জানুয়ারী মাসের ঘটনা। চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেটে যান।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ঘটনার পরদিন এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেছিলেন। হাইকোর্ট সেই উপজেলা পরিষদের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। এছাড়া হাইকোর্ট একইসঙ্গে এখতিয়ার বহির্ভূত আদালত থেকে নেওয়া জামিন বাতিল করে দিয়েছে। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।