ভারতের এনআইএ’র কোনো টিম বাংলাদেশে আসে নি-ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনআইএ’র কোনো টিম বাংলাদেশে আসে নি। তিনি বলেন, এ ধরনের কাউকে জিজ্ঞাসা করতে হলে আদালতের অনুমতির প্র্য়োজন হয়। রিমান্ডে থাকা কোনো আসামীকে আদালতের অনুমতি ছাড়া জিজ্ঞাসাবাদ করা যায় না।

আছাদুজ্জামান মিয়া আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর সপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় সোহেল মাহফুজের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন।