কলিকাতার বসিরহাটে দাঙ্গার পেছনে বাংলাদেশের জামায়াত দায়ী- মমতা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, সম্প্রতি বসিরহাটে দাঙ্গা বাধানোর জন্য বাংলাদেশের জামাতে ইসলামী দায়ী। মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, বসিরহাট-বাদুরিয়াতে সাম্প্রতিক হিন্দু-মুসলিম দাঙ্গাতে বাংলাদেশের জামায়াতের হাত ছিল। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফই সাতক্ষীরা সীমান্ত দিয়ে জামাতের লোকদেরকে রাজ্যে ঢুকতে দিয়েছে বলে তিনি অভিযোগ করছেন। তিনি বলেন, কিভাবে সেদিন সাতক্ষীরা দিয়ে লোক ঢুকেছিল, কারা ঢুকতে দিয়েছিল আমরা তা জানি।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি প্রায়শঃই অভিযোগ করে থাকে, মমতা ব্যানার্জিই বাংলাদেশের জামায়াতে ইসলামী বা নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবিকে পশ্চিমবঙ্গে আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন। তবে মমতার উল্টোন অভিযোগে বিজেপিও বিস্মিত। পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ মমতার অভিযোগের জবাবে বলেন, “ঘটনা সত্যি হলে মমতা ব্যানার্জির তা কেন্দ্রীয় সরকারকে জানানো উচিত ছিল। উনি চালাকি করে দোষটাকে অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন।”

Leave a Reply

Your email address will not be published.