সানি লিওনের সাথে ক্রিস গেইলের মন মাতানো নাচ
বিনোদন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ক্রিস গেইল শুধু যে ক্রিকেট খেলায় নাম কামিয়েছেন তা কিন্তু নয়। তার রয়েছে হরেক রকমের প্রতিভা। আইপিএল-এর সৌজন্যে ক্রিস গেইলের নানা ধরনের প্রতিভার সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। বাইশ গজে ব্যাট হাতে যেমন ঝড় তোলেন, তেমনই মাঠের বাইরে তাঁর নাচের স্টাইলও সুপারহিট। কোনও পার্টিতে গেইল থাকবেন, অথচ গানের তালে পা মেলাবেন না, এমনটা হতেই পারে না।
নিজের বিন্দাস স্বভাবের জন্য অনেক সময় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু তাতেও কুছ পরোয়া নেহি! গেইল থাকেন রাজার মেজাজেই। ফের তেমনই ভঙ্গিমায় ধরা দিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। সানি লিওনের গানে তাঁর পারফরম্যান্স নেটদুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে।