নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আামাদের লক্ষ্য। বাংলাদেশকে সবদিক থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল। ২০০৯ সালে আমরা ক্ষমতায় আসার পর হাল ধরেছি। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

আজ সকাল ১১টার সময় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ১৯৯৮ সালে এত বড় বন্যার পর বিশ্বের অনেকদেশ বলেছিল বাংলাদেশে ২ কোটি মানুষ মারা যাবে খাদ্যাভাবে। তিনি বলেন, আমাদের কৃষকরা সে সময় অসাধ্য সাধন করেছিল বলে তা হয় নাই। আমরা সে সময় হেলিকপ্টারে করে বীজ পৌঁছে দিয়েছিলাম কৃষকদের হাতে। প্রধানমন্ত্রী বলেন, মানুষ যাতে খাদ্যের অভাবে না পড়ে তার ব্যবস্থা করেছি। কৃষক আর কৃষি আর পিছিয়ে নাই।