দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য খালেদা জিয়া লন্ডন যায়-হানিফ

আওয়ামীলীগ নেতা মাহাবুবুল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য চিকিৎসার নামে লন্ডন যায়। শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ শিশুপার্কে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সম্প্রতি কান্না করা নিয়ে তিনি বলেন, ‘কান্না মাত্র শুরু হয়েছে, ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা করেছেন। সে সময় কোথায় ছিল মায়াকান্না, বিচার যখন শুরু হয়েছে আরো বেশি কাঁদতে প্রস্তুত থাকুন।’

হানিফ আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে জানাতে পারলে অন্য কোন দলকে মানুষ ভোট দেবেনা। তিনি দলীয় নেতা-কর্মীদের সামনে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ৩১০০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ১৬ হাজার মেগাওয়াট, বৈদেশিক মুদ্রা চার হাজার কোটি  টাকা থেকে বাড়িয়ে করেছে ৩২ হাজার কোটি টাকা, মাথা পিছু আয় ৫৫০ ডলার থেকে বাড়িয়ে ১৬০০ মার্কিন ডলার করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। আর এ সমস্ত সাফল্যের কারনে শেখ হাসিনা ২৯টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *