রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের কাছে র‍্যাব-ডাকাত গুলাগুলিতে একজন নিহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আজ সন্ধ্যা ৬টার সময় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত ও অপর একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। নিহতের নাম আলমগীর (৪০) ও তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানায় বলে জানা গেছে। র‌্যাব তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ১৬ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার উদ্ধার করেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে একদল ডাকাত আজমপুর দিয়ে যাওয়ার খবর র‍্যাবের কাছে ছিল। এক সময়ে ডাকাত দল আজিমপুরের দিক থেকে ঢাকেশ্বরী মন্দিরের সামনে পৌছলে র‌্যাব গাড়িটি অনুসরণ করে ঢাকেশ্বরী মন্দিরের সামনে ব্যারিকেড দেয়। ডাকাতদল পালাবার সময় র‍্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী আহত হলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক ডাকাতকে মৃত ঘোষণা করেন। জানা যায় এই চক্রটি ব্যাংকের সামনে থেকে গ্রাহকদের টাকা ছিনতাই করে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *