ফরহাদ মজহার অপহৃত হননি, তিনি স্বেচ্ছায় খুলনা গিয়েছিলেন-আইজিপি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক জানিয়েছেন, ফরহাদ মজহার অপহৃত হননি। তিনি খুলনা গিয়েছিলেন স্বেচ্ছায়। আর অপহরণের কোনো ঘটনা সেখানে ঘটেনি। তিনি আজ পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আইজিপি শহীদুল হক আরও বলেন, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ১৮ ঘণ্টা চেষ্টার পর ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়ায় ঢাকাগামী একটি বাস থেকে উদ্ধার করে। কথিত অপহরন ও উদ্ধার হওয়ার মধ্যবর্তী সময়ে তিনি মোবাইল ফোনে নিজের স্ত্রী ফরিদা আখতারের সঙ্গে ১০ বার ও তার ভক্ত অর্চনা রানীর সঙ্গে ছয়বার কথা বলেছেন। শহীদুল হক বলেন, ঐদিন সন্ধ্যার আগে ফরহাদ মজহার খুলনার একটি মার্কেটের দোকান থেকে অর্চনা রানীকে দুইবারে প্রথমে ১৩ হাজার ও পরে ২ হাজার টাকা রকেট সার্ভিসের মাধ্যমে পাঠান। এর থেকে ওই নারীর টানেই তিনি বাসা থেকে বেরিয়ে যান বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে। ফরহাদ মজহারের স্ত্রী অর্চনা রানীর সঙ্গে যোগাযোগের কথা নাও জানতে পারেন। আর সে জন্যই হয়তো ফরহাদ মজহার অপহরণের এই নাটক সাজিয়েছেন।