রাজধানীর রামপুরায় এক বৃদ্ধ সাথে থাকা লাইসেন্সকৃত রিভলবার দিয়ে আত্নহত্যার চেষ্টা করছেন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিজের লাইসেন্সকৃত রিভলবার দিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে তিনি রামপুরার উলুন রোডের নিজ বাড়ীর নিচতলায় একটি রুমে দরজা বন্ধ করে রিভলবার নিয়ে মহড়া দিচ্ছেন। তার বয়স ৮০ বছর। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। পুলিশ তাকে উদ্ধারে প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে, তাকে উদ্ধার করতে গেলেই নিজের লাইসেন্সকৃত রিভলবার দিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন তিনি।
আব্দুর রহমান পাকিস্তান আমলে বিমানবাহিনী থেকে অবসর নেন। পরে তিনি বাংলাদেশ টেলিভিশনে স্টোর কিপারের চাকরী নেন। রামপুরার উলন রোডের ওই বাড়ির মালিক তিনি নিজেই। তার তিন মেয়ে ও এক ছেলে বিদেশে থাকে। তিনি তার স্ত্রী, এক ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনি নিয়ে ওই বাড়ির নিচ তলায় থাকেন।  মঙ্গলবার বেলা ১২টার দিকে বেডরুমে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চিৎকার শুরু করলে তার স্ত্রী, ছেলের বউ, নাতি-নাতনি ছুটে গেলে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ঘটনার কথা শুনে পুলিশ সেখানে গিয়ে জানালা দিয়ে দেখতে পায় ওই বৃদ্ধ কখনও বিছানায় শুয়ে পড়েন আবার উঠে রিভলবার নিয়ে মহড়া দিচ্ছেন। তাকে দরজা খোলতে বললে তিনি মাথায় রিভলবার ঠেকিয়ে গুলি করে আত্নহত্যার হুমকি দিচ্ছেন। ওই বৃদ্ধকে উদ্ধারের জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *