বান্ধবী অর্চনা রানীকে আর্থিক সহযোগিতা করতে অপহরন নাটক করেছেন ফরহাদ মজহার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ফরহাদ মজহার অপহরন নাটকের রহস্য বেড়িয়ে এসেছে। তার বান্ধবী অর্চনা রানীকে সাহায্য করার জন্যই এই অপহরন নাটক করেছেন। অর্চনা রানী ২০০৬ সালে ফরহাদ মজারের এনজিওতে চাকরী নেন। কিছু দিনের মধ্যই অর্চনা রানীর সাথে ফরহাদ মজহারের ঘনিষ্ঠতা গড়ে উঠে। পরে প্রেম হয়। প্রেম থেকে সে সম্পর্ক বিছানা পর্যন্ত গড়ায়। এক সময়ে অর্চনা রানী অন্তঃসত্তা হয়ে পড়লে ফরহাদ মজহার তার এবরশন করান ২০০৭ সালে। তাতে অর্চনা রানী দীর্ঘদিন অসুস্থ থাকেন।

এ ঘটনা ফরহাদ মজহারের পরিবারে জানাজানি হলে অর্চনা রানী চাকরী হারান। তবে অর্চনা রানীর সাথে ফরহাদ মজারের সম্পর্ক অটুট থাকে। ফরহাদ মজহার অর্চনা রানীর বাসা ভাড়াসহ জাবতীয় খরচ দিতে থাকে। এর মাঝে অর্চনা রানী আবার ৪ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে। ফরহাদ মজহার এবার তাকে আরও ভালভাবে এবরশন করাবেন বলে কথা দেন। অপরদিকে অর্চনা রানীর বাবা অসুস্থ্য থাকায় তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার হয়ে পড়ে। আর সেই টাকা পরিবারের খাছ থেকে ম্যানেজ করে দেওয়ার জন্যই তিনি অপহরন নাটক সাজিয়েছেন বলে পুলিশের তদন্তে বেড়িয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *