গাদ্দাফীর সাথে ক্যাটরিনার ছবি নিয়ে নেট দুনিয়ায় তুলপাড়

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
লিভিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রায়াত গাদ্দাফীর সাথে ক্যাটরিনার একটি ছবি নিয়ে নেট দুনিয়ায় তুলপাড় শুরু হয়েছে। প্রয়াত গাদ্দাফীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন মডেল শমিত সিনহা। ভারতীয় মডেলদের সঙ্গে গাদ্দাফীর ছবিটি কমপক্ষে ১৫ বছরের পুরনো। বলিউডে তখনও পা রাখেননি ১৮ বছর বয়সী ক্যাটরিনা। মডেলিং করে কিছুটা নাম কামিয়েছেন আর কি।
ক্যাটরিনা কাইফ সেই সময়েই সঙ্গীদের নিয়ে লিবিয়ার একটি ফ্যাশন শোতে গিয়েছিলেন। আর এ ছবিটি সে সময়েই তোলা। ছবিতে গদ্দাফির বাঁদিকে ক্যাটরিনা, ডানদিকে নেহা ধুপিয়া, পিছনের দিকে রয়েছেন এক সময়ের বিখ্যাত মডেল অদিতি গোবিত্রিকর এবং শমিতা সিনহা। আর বিতর্কিত এ ছবিটি পোস্ট করেন শমিতা। অল্প সময়েই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে সমালোচনার ঝড়ে ছবিটি মুছে দেন শমিতা। কিন্তু ততক্ষণে অনেকেই ছবি ডাউনলোড করে পরে আবার শেয়ার করে ফেলেছেন।