চট্রগ্রামের লোহাগড়ায় পাহাড়ী এলাকায় প্রশিক্ষন বিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ দুপুর আড়াইটায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাটিয়া ইউনিয়নের হরিদাগুনা পাহাড়ি এলাকায় প্রশিক্ষণে ব্যবহৃত বিমান বাহিনীর একটি যুদ্ধ-বিমান বিধ্বস্ত হয়। তবে এ সময় বিমানের দুই পাইলট প্যারাস্যুট দিয়ে নিরাপদে নেমে আসতে সক্ষম হন। পাইলটদ্বয় হলেন- উইং কমান্ডার নাজমুল ও স্কোয়ার্ডন লিডার কামরুল হাসান।

ফাইল ফটো

সেখানকার স্থানীয়রা জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখেন চারপাশে ধোয়াঁ উড়ছে। পরে সেখানে তিনটি হেলিকপ্টার এসে উদ্ধার কাজ চালিয়ে একটিতে করে পাইলট দুজনকে নিয়ে যান। বিমানটি ছিল রাশিয়ার তৈরী ইয়াক-১৩০ বিমান। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলটদ্বয় প্যারাসুট দিয়ে নিরাপদে অবতরন করতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *