খাবার দিতে দেরী করায় স্ত্রীকে গুলি করে হত্যা করেছে স্বামী
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাতের খাবার পরিবেশন করতে দেরি হওয়ায় স্ত্রীকে গুলি করে হত্যা করেছে এক মদ্যপ স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লীতে। গত শনিবার রাতে অশোক কুমার (৬০) মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার পর স্ত্রী সুনাইনার সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অশোক কুমার ৫৫ বছর বয়সী স্ত্রীকে মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানকার ডাক্তাররা সুনাইনাকে মৃত ঘোষণা করে।
অশোক কুমার স্ত্রীকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে। এখন তিনি সেজন্য অনুতপ্ত। জানা যায়, অশোক কুমার প্রায় প্রতিরাতে মদ্য পান করে বাড়ী ফিরত। এ নিয়ে স্ত্রীর সাথে তার ঝগড়াঝাটি লেগেই থাকত। শনিবার সে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয়। স্বামীর মদ্যপান নিয়ে স্ত্রী বেশ হতাশায় ভুগছিলেন। বিষয়টি নিয়ে তিনি তার স্বামীর সাথে কথা বলতে চান। কিন্তু তার স্বামী দ্রুত খাবার চেয়েছেন। খাবার দিতে দেরি হওয়ায় অশোক কুমার এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীকে গুলি করেন।