এসপি বাবুল আক্তার মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তার কার্যালয়ে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সাবেক এসপি বাবুল আক্তার মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে চট্টগ্রামে এসেছেন। তিনি আজ বেলা আনুমানিক চারটার সময় কালো একটি গাড়িতে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রবেশ করেন বলে জানা গেছে।
বাবুল আক্তার গাড়ি থেকে নেমে মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামানের কক্ষে প্রবেশ করেন। সাবেক এই পুলিশ কর্মকর্তাকে ডাকা হয়েছে মিতু হত্যার তদন্তের প্রয়োজনে কথা বলতে।

উল্লেখ্য ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বাবুলের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে। সে সময় পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে সদর দপ্তরে যোগ দিয়ে ঢাকায় ছিলেন বাবুল। পরে চট্টগ্রামে ফিরে হত্যাকাণ্ডের পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে বাবুলকে নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে তাকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়।