একটি মাত্র ম্যাচ খেলে দেশে রওনা হয়েছেন তামিম

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ইংল্যান্ডের এসেক্স ক্লাবের হয়ে ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট টুর্নামেন্টে অংশ নিতে মাত্র চারদিন আগে ক্লাবে যোগ দিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণে মঙ্গলবার তামিম দল ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
তামিম ইকবাল এসেক্সের হয়ে চলতি বছর টুর্নামেন্টের আটটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। রোববার কেন্টের বিপক্ষে খেলেও ছিলেন। তবে একটি ছক্কার সাহায্য মাত্র ৭ রানেই আউট হয়ে যান তিনি। এসেক্স ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ‘ তামিম ইতোমধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা দিতে ক্লাব ছেড়ে গিয়েছেন। আমরা তার সফলতা কামনা করি ও তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাই। সূত্রঃ বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *