ভারতের আসাম থেকে বাংলাদেশে ধেয়ে আসছে পানি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্র ও বরাক নদীর অববাহিকায় প্রবল বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এখনো সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সেখানে এ পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ পর্যন্ত আসামে বন্যায় ৩০ জন প্রান হারিয়েছে। গত চার দিন ধরে ভারী বর্ষণের ফলে আসামের ১৫টি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আসামের বিভিন্ন জেলায় প্রায় ১১০০ গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। সেখানে পানির চাপে ভেসেঁ গেছে বাধঁ। বহু সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাসড়কের অনেক স্থান পানিতে ডুবে গেছে। ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে ১৮০০০ মানুষ।
এদিকে বাংলাদেশেও অনেকদিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সিলেট, বগুড়া ও সিরাজগঞ্জসহ অনেক স্থানেই ইতিমধ্য বন্যা দেখা দিয়েছে। অনেক স্থানে নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সাথে ভারতের আসামে পাহাড়ী ঢলের ফলে সৃষ্ট বন্যার পানি ভাটিতে নামতে শুরু হয়েছে। ফলে বাংলাদেশের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংশ্কা দেখা দিয়েছে। আসামের বন্যার পানি সুরমা ও কুশিয়ারা নদী দিয়ে নেমে এসে নরসিংদী, ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সিলেট জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদীর অববাহিকার জেলাগুলির বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশংশ্কা রয়েছে।