তীব্র স্রোত আর ডুবোচরের কারনে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সব নৌযান চলাচল বন্ধ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সোমবার সকাল থেকে তীব্রস্রোত আর ডুবোচরের কারনে শিমুলিয়া-কাাঁঠালবাড়ি নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আজ ভোরে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ২২টি যান নিযে লৌহজং টার্ণিংয়ে আটকা পড়ে। এরপর একে একে ডুবোচরে আটকা পড়ে রোরো ফেরি শাহমখদুম, কে-টাইপ ফেরি ক্যামেলিয়া, ডাম্প ফেরি রায়পুরা।
উদ্ধারকারী জাহাজ আইটি ৯০ ও ৯১ দীর্ঘ চেষ্টার পর সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ফেরি শাহমখদুম, ক্যামেলিয়া ও রায়পুরাকে উদ্ধার করে। তবে এখনও আটকে আছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরি। ভোর থেকে ফেরি সার্ভিস ব্যাহত হওয়ার কারনে দুই পাড়ে আটকে আছে প্রায় ৪ শতাধিক যান। ফলে যান ও যাত্রীরা পড়েছে বিপাকে।