সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-রাশিয়া
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সিরিয়ার গৃহযুদ্ধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রণভূমিতে পরিনীত হওয়া একটি স্থানে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে আমেরিকা, রাশিয়া এবং জর্ডান। মার্কিন পররাষ্ট সচিব রেক্স টিলারসন একথা জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট সচিব সের্গেই ল্যাভরভ জনিয়েছেন যুদ্ধবিরতি রবিবার থেকেই কার্যকর হচ্ছে।
সিরিয়ার রণাঙ্গণের খুবই জটিলতা থাকা একটি জায়গায় এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকাটির নিরাপত্তার দায়িত্বে কে নিশ্চিত করবে তা সুনির্দিষ্টভাবে নির্ধারণের মধ্য দিয়েই চুক্তিটি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন টিলারসন।