লক্ষ্মীপুরে মা-বাবাকে কুপিয়ে কলেজছাত্রী অপহরণ, আটক ৫

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

লক্ষ্মীপুরে সন্ত্রাসীরা বাবা-মাকে পিটিয়ে অস্ত্রের মুখে এক কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনা ঘটে শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার আবিরনগরে। অপহৃতার পিতা আহত আবুল কাশেমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে মা কুলসুম বেগমকে। জানা যায়, অপহৃত কলেজছাত্রী এ বছর ভবানীগঞ্জ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
পুলিশ আজ সকালে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫জনকে আটক করেছে। জানা যায়, আবিরনগর গ্রামের বাসিন্দা লেংড়া খোকনের ছেলে নির্মাণ শ্রমিক হেলাল উদ্দিন দীর্ঘদিন থেকে ওই কলেজছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার রাতে ওই ছাত্রীর মা-বাবা তাদের রান্না ঘরে খাবার খেতে গেলে তাদের ওই ঘরে আটকে রেখে স্থানীয় বখাটে হেলাল দলবল নিয়ে নিয়ে তাদের থাকার ঘরে ঢুকে ওই ছাত্রীকে জোরপূর্বক মুখ বেঁধে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। মেয়ের চিৎকার শুনে মা-বাবা রান্না ঘরের বেড়া ভেঙ্গে বের হয়ে এসে অপহরণকারীদের বাধা দিলে তারা লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।  শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃতাকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *