চিকুনগুনিয়ায় ক্ষতিগ্রস্তদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না- হাইকোর্টের রুল জারি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
হাইকোর্ট রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চিকুনগুনিয়ার প্রধান বাহক এডিস মশা নিধনে কেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। এছাড়াও একই সঙ্গে যেসব স্থানে আবর্জনা জড়ো করে রাখা হয়েছে তা পরিষ্কার এবং মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির প্রশ্নে রুল জারি করেছে আদালত।
আজ রবিবার এ আদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ। এছাড়া আদালত চিকুনগুনিয়ায় ক্ষতিগ্রস্তদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না, এই মর্মে রুল জারি করেছে। সরকারকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুজাউদৌলা আকন্দ চিকুনগুনিয়ার প্রধান বাহক এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে হাইকোর্টে এই রিটটি করেন।