গত আড়াই বছরে পাকিস্তানে কত জনের ফাঁসি হয়েছে জানেন?

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মৃত্যুদন্ড নিয়ে নানাজনের নানা মত আছে নানা দেশে। অনেকের কাছে মৃত্যুদণ্ড রাষ্ট্রের মদতে খুনেরই নামান্তর মাত্র। তাই মানবাধিকার কর্মীরা মৃত্যুদণ্ডের বিলোপের দাবিতে সারা বিশ্বে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিশ্বের ১০১টি দেশ থেকে মৃত্যুদণ্ড বিলুপ্ত হয়েছে। তবে বহু দেশে এখনও মৃত্যুদণ্ড বিধান চালু আছে। চিন, সৌদি আরব, ইরাক বা ইরানের মতো দেশে তো সামান্য অপরাধেও অপরাধীকে ফাঁসি কাষ্ঠে ঝোলানোর অনেক নজির আছে। আর পাকিস্তান এই তালিকায় পঞ্চম স্থানে রযেছে। সাম্প্রতিক সময়ে এক গবেষনায় দেখে গেছে, গত আড়াই বছরে পাকিস্তানে ৪৬৫ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।

পাকিস্তানেও ২০০৮ সালে মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি হয়। কিন্তু ২০১৪ সালের ডিসেম্বরে জঙ্গিরা পেশোয়ারে একটি স্কুলে হামলা চালালে ১৩২ জন শিশু-সহ ১৪০ জনের মৃত্যু হয়। এই ঘটনার পরই পাকিস্তান সরকার জঙ্গি ও অপরাধীদের চরম শাস্তি দিতে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। ফলশ্রুতিতে দেখা যায়, ২০১৪-র ডিসেম্বর থেকে ২০১৭-র মে, এই সময়কালে পাকিস্তানে ৪৬৫ জনের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হয়েছে। তা বেড়িয়ে এসেছে জাস্টিস প্রজেক্ট পাকিস্তান নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের চালানো এক সমীক্ষায়। সেই সমীক্ষাতেই দেখা গেছে, গত আড়াই বছরে পাকিস্তানে ৪৬৫ জনের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হয়েছে। এখানেই শেষ নয়, পাকিস্তানে এখন মৃত্যদণ্ডের সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা প্রায় আট হাজার বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *