রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ইউনেস্কো তাদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানে ইউনেসকো যে আপত্তি দিয়েছিল তারা তা প্রত্যাহার করে নিয়েছে। গত বুধবার পোলান্ডের ক্র্যাকো শহরে আয়োজিত ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশনে ইউনেসকো তাদের আপত্তি প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেয়। একইসাথে সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার প্রস্তাবও বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে একটি আন্ত:মন্ত্রণালয় প্রতিনিধি দল ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম সভায় যোগ দেয়। বুধবার সুন্দরবনের পাশে নির্মানাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর কমিটি বর্তমান স্থানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে বাংলাদেশের সিদ্ধান্তকে অনুমোদন দেয়। একইসাথে সুন্দরবন সুরক্ষায় ২০১৬ সাল থেকে বাংলাদেশের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানায়। এই কমিটি সরকারকে অনুরোধ করেছে সুন্দরবনসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ নিরুপন করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *