১২৮ বছরের বৃদ্ধের দাবি ‘আমিই অ্যাডলফ হিটলার’ !
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সম্প্রতি হারমান গুটেনবার্গ নামে এক বৃদ্ধ নিজেকে হিটলার বলে দাবি করেছেন। তিনি আরও দাবী করছেন তাঁর বয়স ১২৮! আর এই খবর এখন আর্জেন্টিনা ও লাতিন আমেরিকার সংবাদ মাধ্যমে ফলাও করে ছাপা হয়েছে।
গুটেনবার্গ দাবি করেন, তিনিই অ্যাডলফ হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর পরাজয়ের পর ১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলার আত্মহত্যা করেছিলেন! আর ইতিহাসে তেমনই লেখা আছে। ওই বৃদ্ধের দাবি, ১৯৪৫ সালে বিপর্যয়ের পরে তিনি আর্জেন্তিনায় চলে আসেন। আত্মগোপন করতে নিজের নামও বদলে নেন। শুধু তাই নয়, ‘জার্মান গুপ্তচর’রা নাকি তাঁর নামে পাসপোর্টও বানিয়ে দেয়। তবে, ওই বৃদ্ধের কোনও দাবির সপক্ষে একটিও তথ্যপ্রমাণ মেলেনি। ওই বৃদ্ধ আরও দাবি করেন, দীর্ঘ ৭০ বছর ধরে তিনি যখন আত্মগোপন ছিলেন, সেই সময়ে ইজরাইলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর গুপ্তচর হিসেবে কাজ করেছেন তিনি। আর তাঁর কাজ ছিল যুদ্ধপরাধী নাৎসি বাহিনীর শীর্ষ নেতাদের খুঁজে বের করা।
ইতিহাসবিদদের একটা ছোট অংশ যদিও দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর আর্জেন্তিনায় গা ঢাকা দিয়েছিলেন হিটলার। এই মতামতের পক্ষে একাধিক প্রমাণ এবং যুক্তি সামনে এনেছেন তাঁরা। গুটেনবার্গ যখন নিজেকে হিটলার বলে দাবি করে একের পর এক নানা তথ্য সামনে আনছেন, তখন কিছুটা কাকতালীয় ভাবেই আর্জেন্তিনার বুয়েনেস আইরেসের একটি বাড়ির গুপ্ত কুঠুরি থেকে মিলেছে নাৎসিদের ব্যবহৃত জিনিসপত্রের ভাণ্ডার। তাতে আলোচনা আরও জোরদার হয়েছে।
গুটেনবার্গ দাবি করেছেন, তাঁর বয়স নাকি ১২৮। তবে বেঁচে থাকলে ১৮৮৯-এ জন্মানো হিটলারেরও একই বয়স হত। ওই বৃদ্ধার ইচ্ছা, তিনি ‘আত্মজীবনী’ (অ্যাডলফ হিটলারের) লিখবেন। আর তিনি বিশ্বাস করেন, এই আত্মজীবনী বিশ্বের মানুষের কাছে হিটলার সম্পর্কে অনেক ধারনা পাল্টে দেবে। সূত্রঃআনন্দ বাজার পত্রিকা