রাজশাহীতে শহরের বুধপাড়ায় শোবার ঘর থেকে বেরিয়ে এলো ২৭টি গোখরা সাপ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজশাহী শহরের বুধপাড়ার বাসিন্দা মাজদার আলী মঙ্গলবার রাত ১১ টায় শোবার ঘরে বসে টেলিভিশন দেখছিলেন।এমন সময় হঠাৎ তিনি লক্ষ্য করেন খাটের নিচ থেকে একটি সাপ বেরিয়ে এসে মুহূর্তের মধ্যেই ড্রেসিং টেবিলের পেছনে চলে যায়। তিনি বিচলিত হয়ে ড্রেসিং টেবিলের পেছনে টর্চ লাইট দিয়ে দেখেন সেখানে তিনটি সাপ রয়েছে। পরক্ষনেই সাপগুলি গর্তের ভিতরে চলে যায়।
ভয়ে তিনি সকলকে ডাকাডাকি শুরু করেন। তারপর পাঁচ ভাই মিলে গর্ত খুঁড়ে শাবল এবং লাঠি দিয়ে সাপগুলো বের করার চেষ্টা করেন। এক পর্যায়ে কক্ষের আসবাবপত্র সরিয়ে আরো গর্ত খোঁড়া শুরু করেন তারা। তখন একে একে ২৭টি সাপ বেড় হয়ে আসে। মাজদার আলী জানান, সবগুলো সাপই বিষাক্ত গোখরা সাপ। সাপ ধরার জন্য সাপুরে না পেয়ে তারা নিজেরাই রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত সাপ মারার কাজ করেন।