উদ্ধারের পর ফরহাদ মজহারকে ডিবি অফিসে আনা হয়েছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

গতরাতে কবি, কলামিস্ট ফরহাদ মজহারকে যশোর জেলার নোয়াপাড়ায় ঢাকাগামী একটি বাস থেকে উদ্ধার করা হয়। তারপর তাকে প্রথমে ঢাকার আদাবর থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নেওয়া  হয়েছে। আজ সকাল সাড়ে আটটার দিকে মি: মজহারকে ঢাকার আদাবর থানায় নিয়ে আসা হয়।

আদাবর থানায় কিছু সময় স্বামীর পাশে বসে থাকলেও কোনো ধরনের কথা হয়নি বলে জানান তার স্ত্রী ফরিদা আক্তার। ফরিদা আক্তার জানান, তার স্বামী ফরহাদ মজহার অনেক অসুস্থ। কোনো কথা বলতে পারছেন না। আদাব থানায় ঘন্টাখানেক রাখার পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আনা হয়েছে। ফরহাদ মজহারের স্বজনরা ডিবি অফিসেই অপেক্ষা করছেন।

ফরহাদ মজহারকে সোমবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিল তার পরিবার। ঢাকার শ্যামলীর নিজের বাসা থেকে ভোর পাঁচটার দিকে একটা ফোন পেয়ে বের হয়ে যান ফরহাদ মজহার। এরপর তার মোবাইল ফোন ব্যবহার করে একাধিকবার মুক্তিপণও দাবী করা হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তবে সহসাই এই রহস্যের জট খুলবে বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *