কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ৫ জন নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কুষ্টিয়ার মিরপুরে এক ভয়াবহ বজ্রপাতে ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছারা এতে আহত হয়েছেন ২ জন। আজ দুপুরে মিরপুরের ছাতিয়ান ইউনিয়নের মশাতলা মাঠ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহতরা বৃষ্টির সময় উক্তস্থানের বটবৃক্ষের নিচে স্থাপিত একটি চালার নিচে আশ্রয় নেয়। বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় হল- পয়ারী গ্রামের মোশারফ হোসেন (৬০), কুশাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আট্টিগ্রামের আবুল কাশেম (৪৫), শাহীন (৪২) ও সন্দহ গ্রামের আশিক(১২)। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান হতাহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করার কথা বলেছেন।