ঘিরে রাখা ভেড়ামারার জঙ্গি আস্তানায় মূল অপারেশন শুরু, বিকট শব্দে বিস্ফোরন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডতকম
ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়কারী দল পৌছার পর ঘিরে রাখা ভেড়ামারার জঙ্গি আস্তানায় মূল অপারেশন শুরু হয়েছে বিকাল ৫টা ৪০ মিনিটে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে “ট্রেপিড পান্স”। অভিযানের শুরুতে ওই বাড়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ৬টা ৫ মিনিটে বিকট শব্দে একটি বিস্ফোরন ঘটে। জঙ্গি আস্তানার চারপাশে ১৪৪ ধারা জারি করে সাধারন মানুষের চলাচল শিথিল করা হয়।
এর আগে আজ ভোরে ওই আস্তানা থেকে নব্য জেএমবির আমির আয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড রাজিবুল ওরফে রাশেদ ওরফে তালহার স্ত্রী সুমাইয়া ও আরমান আলীর স্ত্রী টলি আরা নামে ৩ নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। বাড়ির আশপাশ এলাকা থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হয়েছে। অভিযান অব্যহত আছে।