অনন্তকাল সঞ্চয়পত্রের সুদ হার একই থাকতে পারে না : অর্থমন্ত্রী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অনন্তকালের জন্য সঞ্চয়পত্রের সুদের হার একই থাকতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।
তিনি বলেন, একটি বিষয় আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার নির্ধারণের কারণে কোন পেনশনভোগী, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত কেউ যাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় আছে। বুধবার জাতীয় সংসদে বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে ১৯ হাজার ৬১০ কোটি টাকা সঞ্চয়পত্র খাত হতে নিট ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ছিল। আর এপ্রিল, ২০১৭ পর্যন্ত বিক্রি হয়েছে ৪২ হাজার ৯৮ কোটি টাকা। ব্যাংক ব্যবস্থায় সুদের হার কমার কারণে সঞ্চয়পত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় সঞ্চয়পত্র হতে অধিক ঋণ গ্রহণ করতে হচ্ছে সরকারকে। ফলে সুদ বাবদও সরকারের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সঞ্চয়পত্রের মাধ্যমে যে সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদান করা হচ্ছে তা যেন সঠিক ব্যক্তিরা পায় তা নিশ্চিত করতে।