১.৯ কিলোমিটার দীর্ঘ পিজ্জা বানিয়ে গিনেসবুকে নাম লেখালেন শেফরা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একশোরও বেশি শেফ মিলে সুদীর্ঘ একটি পিজ্জা তৈরি করে গিনেসবুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেললেন তাঁরা। এই পিজ্জা দেখে যেমন অবাক হবেন, এর স্বাদও ততটাই লোভনীয় বলে জানা গেছে। পিজ্জাটি ১৯৩০.৩৯ মিটার লম্বা আস্ত একটি পিজ্জা। অর্থাৎ পিজ্জার পাশ দিয়ে হাঁটতে থাকলে আপনি হাঁফিয়ে উঠলেও পিজ্জা শেষ হবে না। ১.৯ কিলোমিটার হাঁটলে খোঁজ মিলবে পিজ্জার অপর প্রান্তের। দীর্ঘ এই পিজ্জা বানাতে ব্যবহার করা হয়েছে ৩ হাজার ৬৩২ কেজি ময়দা, ১হাজার ৬৩৪ কেজি চিজ এবং ২ হাজার ৫৪২ কেজি সস।

এর আগে ১৮৫৩.৮৮ মিটার লম্বা পিজ্জা বানিয়ে রেকর্ড করেছিল ইটালী। এবার সেই রেকর্ড ভেঙে দিল আমেরিকা। খাবার জিনিস মিউজিয়ামে রেখে তো বিশেষ লাভ নাই। তাই এর স্বাদ থেকে কাউকে বঞ্চিত করা হয়নি। স্থানীয় খাবারের দোকানে দেওয়া হয় খানিকটা পিজ্জা। আর বাকিটা বিলিয়ে দেওয়া হয় ঘরছাড়া গরিব মানুষদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *