ব্যাটিং শীর্ষে বিরাট কোহলী, বোলিং এ ইমাদ ওয়াসিম
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
টি-২০ ব্যাটিং র্যাংকিং এ বিরাট কোহলী ১ নম্বরেই আছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে কোনও বদল ঘটল না। আইসিসি–র বিচারে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়ে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলী। তবে বোলারদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এখন এক নম্বরে।
দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরকে সরিয়ে উঠে এলেন শীর্ষে। ইমাদ ওয়াসিমের পয়েন্ট ৭৮০। তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের জসপ্রীত বুমরা। তাঁর পয়েন্ট ৭৬৪। আর তিনে ইমরান তাহির, চারে আফগানিস্তানের রশিদ খান। ব্যাটসম্যানদের তালিকায় কোহলি শীর্ষে ৭৯৯ পয়েন্ট নিয়ে। তারপর অ্যারন ফিঞ্চ ৭৮৭ পয়েন্ট নিয়ে ২য় স্থানে। আর কেন উইলিয়ামস ৭৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ৭১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।