খাগড়াছড়িতে বাস উল্টে মা-শিশুসহ ৩ জন নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারার কালাপানি এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে মা ও শিশু কন্যাসহ তিনজন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ দূর্ঘটনাটি ঘটে আজ বুধবার সকাল ৯টায়।
নিহতদের পরিচয়- মাটিরাংগার খেদাছড়ার মোঃ ইউনুছের স্ত্রী রিপন বেগম (২২), তার ৪ বছর বয়সের কন্যা জান্নাতুল ফেরদৌস ও গুইমারার হাফছড়ির বারেক ফরাজীর ছেলে তরিকুল ইসলাম (২৪)। চট্টগ্রামের উদ্দেশে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস গুইমারার কালাপানি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। আর তাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। এক পর্যায়ে পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ গ্রহন করে। বাসের চালক পলাতক রয়েছে।