হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল আমেরিকা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে ঘোষণা দিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাতের কয়েকঘণ্টা আগে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমেরিকার স্টেট এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানে থেকে হিজবুল মুজাহিদিনের জঙ্গি কার্যকলাপের নেতৃত্ব দিয়ে আসছে এই জঙ্গি নেতা। তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র গোপাল বাগলে জানিয়েছেন, ভারত ও আমেরিকা এক যোগে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কাজ করছে। আমেরিকা এই বিষয়ে ভারতকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরে কয়েক দশক ধরে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে হিজবুল মুজাহিদিন। অধিকাংশ সন্ত্রাসবাদী হামলার নেতৃত্ব দিয়েছেন হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন।

সালাউদ্দিনের বিরুদ্ধে আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানায় ভারত। আমেরিকার এই পদক্ষেপ থেকেই স্পষ্ট হচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ক্রমশ কড়া মনোভাব নিতে শুরু করেছে আমেরিকা। ২০১৬–র সেপ্টেম্বর থেকেই কাশ্মীরে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করার মরিয়া প্রচেষ্টা চালিয়েছে সালাউদ্দিন। কাশ্মীরকে অশান্ত করে তোলার নেপথ্যেও রয়েছে এই জঙ্গি নেতা। সেকারণেই তাঁকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়া হয়েছে বলে বিবৃতি জারি করে জানিয়েছে হোয়াইট হাউস। ইউএস স্টেট ডিপার্টমেন্ট আমেরিকার এক্তিয়ারে থাকা সালাউদ্দিনের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *