ভারতের বিরুদ্ধে চীনে ‘অনুপ্রবেশের’ অভিযোগ করলো চীন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতীয় সেনারা সিকিম ও তিব্বতের মাঝখানে চীনের ভূখন্ডের ভেতরে অনুপ্রবেশ করেছে বলে চীন অভিযোগ করেছে। আর এ নিয়ে দুদেশের সম্পর্কে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতের সীমান্তরক্ষীরা চীনের ভূখন্ডে ঢুকে স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন সৃষ্টি করেছে। চীন তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করে নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।
চীন আরো অভিযোগ করছে যে তাদের ভূখন্ডের মধ্যে একটি রাস্তা তৈরির কাজেও ভারত বাধা সৃষ্টি করছে। মাত্র কয়েকদিন আগে ভারতও অভিযোগ করেছিল যে চীনের সৈন্যরা তাদের ভূখন্ডে ঢুকে পড়েছে। সে সময় অভিযোগ ওঠে যে চীনা সৈন্যরা সিকিমেরে ভেতরে ঢুকে ভারতীয় সৈন্যদের দুটি বাংকার ধ্বংস করে দিয়েছে। এর পরই বেজিং সীমান্ত পেরিয়ে তীর্থযাত্রীদের যাওয়া-আসা বন্ধ করে দেয়। নাত্থু লা গিরিপথ নামের এই জায়গাটি ভারতীয়রা ব্যবহার করে তিব্বতের হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় স্থানগুলোতে যাওয়ার জন্য।