ইউরোপিয় ইউনিয়নের কম্পিটিশন কমিশন গুগুলকে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইউরোপিয় ইউনিয়নের কম্পিটিশন কমিশন গুগুলকে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে। এ ধরণের অভিযোগে ইতিপূর্বে কোন কোম্পানিকে এত বিশাল অংকের জরিমানা করা হয় নি। গুগলের বিরুদ্ধে অভিযোগ হল ইন্টারনেটে কোন কিছু অনুসন্ধানের ক্ষেত্রে ‘সার্চ ইঞ্জিন’ হিসেবে গুগলের যে প্রাধান্য তার সুযোগ নিচ্ছে তারা।
ক্রেতারা ইন্টারনেটে কোন জিনিস কিনতে গেলেই ‘গুগল শপিং’ নামের একটি সার্ভিস তাদের নিজেদের পছন্দমতো তৈরি করা তালিকাকে সবার আগে ক্রেতার সামনে তুলে ধরছে। কিন্তু কৌশলে এটা করে যাচ্ছিল গুগল। আর এ কাজের জন্য তারা ব্যবহার করছে গুগল শপিং নামে একটি পরিসেবা। ইন্টারনেটে যে কোন পণ্য খুঁজলেই সে সব জিনিসের ছবি, দাম, কোন দোকানে তা পাওয়া যায়, ক্রেতারা কোনটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন তার তুলনামূলক স্কোর তুলে ধরে গুগল শপিং।