ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সরকারী কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ এই জামাতে নামাজ আদায় করেন।
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ১০টায়। এ বছর এই ঈদগাহে অনুষ্ঠিত হলো ১৯০তম জামাত। রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর পাঁচ মিনিট আগে ৩টি, তিন মিনিট আগে ২টি ও এক মিনিট আগে ১টি বন্দুকের গুলি ছুড়ে সমবেত মুসল্লিদের নামাজ আদায়ের প্রস্তুতির জন্য সংকেত দেয়া হয়। এ বছর জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
সর্বত্রই ঈদের জামাতে মুসল্লীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। নামাজ শেষে দেশের শান্তি-সমৃদ্ধি, উন্নতি ও মঙ্গল কামনা
করে দোয়া করা হয়। কোথাও থেকে কোন রকম অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদের পাঁচটি জামাত অনুষ্টিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *