ফাকা হয়ে গেছে রাজধানীর রাস্তাঘাট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ বাদে কাল অথবা পরশু পবিত্র ঈদুল আজহা পালিত হবে বাংলাদেশে। এরই মাঝে রাজধানী ঢাকা ফাকা হয়ে গেছে। রাস্তাঘাটে লোকজন নাই বললেই চলে। রাজপথসহ অলিগলি ফাকা। নেই কোলাহল, চারদিকে শুনশান নিরবতা। মনে হয় রাজধানীতে লোক নেই।
রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, রাজপথ ফাকা, অলিগলিও ফাকা, মাঝে মধ্য দু-একটা বাস দেখা যায়, প্রাইভেট গাড়ীও কদাচিৎ দেখা যায়। এ হল আজ সকাল ১১টায় রাজধানীর অবস্থা।
বিপনী বিতানগুলিতে ঘূরে দেখা যায় লোকজন একেবারেই কম। বাস টারমিনালে নেই ভিড়, বাসের সংখ্যা ও যাত্রী দুটিই একেবারেই কম।