পাকিস্তানে তেল ট্যাংকার বিস্ফোরণে ১২৩ জন নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে একটি তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আজ রবিবার সকালে দেশটির আহমেদপুরের রাস্তায় ট্যাংকারটি উল্টে গেলে এই বিস্ফোরণ ঘটে। এ অবস্থায় ট্যাংকারটির ফাটল থেকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে গিয়ে মারাত্মকভাবে পুড়ে গিয়েছেন বেশ কয়েকজন।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, অতিরিক্ত তেল বোঝাই ও দ্রুতগতিতে চলাচলের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর ট্যাংকারটিতে বিস্ফোরন ঘটে।